সুখ বলতে আমরা কি বুঝি ? সুখী মানুষ কখন হয় ? ব্যপক ধন সম্পত্তি থাকলেই সুখী হবো আমরা ভাবি । নিজের বাড়ি গাড়ি, পকেট ভর্তি টাকা, দামি জামা কাপড় পরে পস লাইফকেই আমরা সুখী ভাবি তাইনা? কিন্তু কখনো কি ভেবেছি যে, এতো এতো কিছু থাকার পরেও যদি জীবনে অপুর্নতা থাকে তাহলে কি সুখ পাওয়া যায়? আর আমরা সবাই জানি যে ধন সম্পত্তি কখনো জীবনকে পরিপুর্নতা দিতে পারেনা, শুধুমাত্র পুর্ন হতে সহযোগিতা করে ভাল ভাবে।
তাহলে সুখ কীসে?
কিভাবে সুখ আসে?
সম্পদ দিয়েই
সুখ আসে, একমাত্র সম্পদ থাকলেই সুখী হয়া যায়। তবে এই সম্পদ হলো রবীন্দ্রনাথের , “সে আমার সম্পত্তি নয়, সে আমার
সম্পদ” ওয়ালা সম্পদ। সব কিছুর বাইরে শুধুমাত্র এই সম্পদই পারে জীবনকে পরিপুর্ন
করতে। জীবনকে সুখ দিয়ে ভরিয়ে দিতে। কথাতেই তো আছে “সংসার সুখের হয় রমনীর গুনে”
তবে হইতে হবে সত্যিকারের রমণী।
আর লম্বা করিলাম না, পাঠক দের বিরক্ত ধরিয়া যাইবে। কারণ আমি
যাহা পাইলাম তাহার বর্ননা করিলে বলতে হবে “যদি সব সাগরের জল কালি হতো যদি পৃথিবির সব গাছ লিখনি হতো, আর সারাটি জীবন যদি লিখে যেতাম তবু তোমার আমার প্রেমের কথা লেখা শেষ হবে না”
সব শেষে এটুকুই বলবো “'আমি
পাইলাম,'আমি
ইহাকে
পাইলাম।'
কাহাকে
পাইলাম।
এ
যে
দুর্লভ,
এ
যে
মানবী,
ইহার
রহস্যের
কি
অন্ত
আছে”
rally owful
উত্তরমুছুনwell said
উত্তরমুছুনkeya bath heyy
উত্তরমুছুন