প্রতিদিনের মতই খুভ ভোরে এক মগ কফি নিয়ে ছাদে আসলাম। চারপাশে তাকাতেই একটু অবাক হলাম। আজকের সকালটা অন্যদিনের মতো লাগছেনা। একটু আলাদা, একটু নয় অনেকটাই আলাদা। শীতল ঝিরিঝিরি একটা শান্তির বাতাস শরীর ছুঁয়ে যাচ্ছে। মনে হচ্ছে কারো নিঃশ্বাস গায়ে পড়লে যেমন তেমন কিন্তু নিঃশ্বাস এর মতো গরম না। একটা মোহমোহ মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে চারপাশে। কিছুটা প্রিয় মানুষের শরীরের গন্ধের মতো। অন্যদিনের মতো আজকেও সুর্যটা উঁকি দিচ্ছে মাত্র, কিন্তু দেখে মনে হচ্ছে গোলাপের কচি পাপড়ির মতো রঙ, কারো গাল ছুঁয়ে দিচ্ছে এমন।
আরেকটা ব্যাপারে অবাক হলাম, পাখিগুলা আজ কিচিরমিচির করছেনা। সবাই একি সুরে তালে তাল মিলিয়ে গান গাইছে। কিন্তু এমন কখনোই হয়নাই। পুরো প্রকৃতিটাই আজকে নতুন লাগছে। আমি অনুভব করছি সব কেমন জানি মিলে যাচ্ছে। সবাই মিলে সেজে আমার দিকে আসছে। আমাকে জড়িয়ে ধরতে চাইছে। আমি কফির শেষ চুমুক কখন দিয়েছি আমি জানিনা। দাঁড়িয়ে আছি কতক্ষন সেটারও খেয়াল নেই। আমি কিসের মোহে পড়ে গেলাম। কি যেন বলতে চাইছে সবাই মিলে। আসলে ঠিক বলতে না, মনে হচ্ছে কিছু জানান দিতে চাইছে। কি সেটা!আমি যাযাবর টাইপ, ঘুরাফেরা আড্ডা দিয়েই দিন কেটে যাচ্ছিলো। অস্থির ছিলাম অনেক। কিন্তু একটা সময় অনুভব করালাম এভাবে আর ভালো লাগেনা। আমি স্থির হইতে চাই, আমি কারো আদুরে ভরা শাসনে থাকতে চাই, কেউ আমার জন্যে অপেক্ষা করবে, একটা শান্তির জায়গা থাকবে। সারাদিন শেষে ক্লান্ত হয়ে সেই শান্তির জায়গাটায় গিয়ে চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস নিবো। আমি অপুরন্ত ভালোবাসা চাই, ভালোবাসতে চাই।
mugdho holam...
উত্তরমুছুনOnek valo lokhen apni.
উত্তরমুছুনProkrity sobkichu diye valobasa k janan dile ,amdr o vlobasa k sadore grohon kore nte hbe...etaito valobasar neom.....eto sundor jar lekha tar upolbdhi,vlobasao kotoina su dor hbe!!!
উত্তরমুছুনonk din por ekta valo likha porlam
উত্তরমুছুনwell said
উত্তরমুছুন