আমি পেয়েছি, তারে আমি পেয়েছি খুঁজে
আমার কল্পনায় যে রমণীর বসবাস,
আবাগের সবটুকু অশ্রু আর বাস্তবতার অধিকারিণী
যারে ভাবতে ভাবতে হারিয়ে যেতাম ঘুমের রাজ্যে
সপ্নের আকাশ যে সাজিয়েছে হাজারো রঙধনুতে
যার মায়া জালে ধরা দিবো বলে,
ভাসিয়ে দিয়েছি সব অশ্রু জলে ।
যার আঁচলে লালিত হয়েছে আমার স্বপ্ন
আমি পেয়েছি, তারে আমি পেয়েছি খুঁজে
এখনতো তার মধ্যেই আমার বাস...।
সীমাহীন সমুদ্র পাঁড়ে
খুজেছি তারে দারে দারে,
অপেক্ষায় রত পাহাড়ের মতো
ছিলাম ঠায় দাঁড়ায়ে।
কবে আসবে আর বৃষ্টি নামাবে গায়,
আসলে তুমি, ভিজিয়েছ ভারী বরষায়।
উত্তাল সমুদ্রকে নিমেষেই করেছ শান্ত,
আমি পেয়েছি, তারে আমি পেয়েছি খুঁজে
আমার স্বপ্ন আবেগ আর কল্পনা গুলো
পেয়েছে খুঁজে দিগন্ত...।
onek valo likhechen
উত্তরমুছুনOnnek valo legeche
উত্তরমুছুনdarun likhoni
উত্তরমুছুনwell said
উত্তরমুছুন