তোমার একটু মন খারাপ তাই
স্নিগ্ধ সকালের শান্ত কোমন সূর্যদয়টা
বিদঘুটে হয়ে দেখা দেয়।
তোমার একটু মন খারাপ তাই
মধ্যাহ্নের উত্তপ্ত সূর্যটা
আগুনের লেলিহান ছড়িয়ে যায়।
তোমার একটু মন খারাপ তাই
শরতের মধুময় বিকেলটাও
গা-ছাড়া ভাব নিয়ে রয়।
তোমার একটু মন খারাপ তাই
গোধূলি লগ্নে ক্লান্ত সূর্যটা
অন্য মনষ্ক হয়ে রয়।
তোমার একটু মন খারাপ তাই
পূর্ণিমা রাতের জোছনার আলো গুলো
ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যায়।
তোমার একটু মন খারাপ তাই
আমার ঝলমলে উজ্জ্বল পৃথিবীটা
কালো মেঘে ঢেকে যায়।
তুমি একটু হাসবে বলে,
আমার সকাল থেকে রাত
তোমার দিকে চেয়ে রয়।
শুধু তোমার এক চিলতে হাসিই পারে
আমার এলোমেলো এই পৃথিবীটা কে
অসিম আলোয় ভরে দিতে......