বুধবার, ১২ জুন, ২০২৪

তোমার একটু মন খারাপ তাই

bangla choto golpo, bangla golpo, bangla romantic golpo, bangla rupkothar golpo, panu golpo, thakurmar jhuli golpo, bhalobasar golpo, bangla story, bangla choti book, bangla choti novel, bangla moral story, bangla romantic love story, bangla sad love story, bangla short stories, bengali adult stories, bengali funny story, motivational bengali story, sad story Bengali, short bangla story, short story in bangla, bangla chotoder golpo, short love story bangla, horror story


তোমার একটু মন খারাপ তাই

স্নিগ্ধ সকালের শান্ত কোমন সূর্যদয়টা

বিদঘুটে হয়ে দেখা দেয়।

তোমার একটু মন খারাপ তাই

মধ্যাহ্নের উত্তপ্ত সূর্যটা

আগুনের লেলিহান ছড়িয়ে যায়।

তোমার একটু মন খারাপ তাই

শরতের মধুময় বিকেলটাও

গা-ছাড়া ভাব নিয়ে রয়।

তোমার একটু মন খারাপ তাই

গোধূলি লগ্নে ক্লান্ত সূর্যটা

অন্য মনষ্ক হয়ে রয়।

তোমার একটু মন খারাপ তাই

পূর্ণিমা রাতের জোছনার আলো গুলো

ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যায়।

তোমার একটু মন খারাপ তাই

আমার ঝলমলে উজ্জ্বল পৃথিবীটা

কালো মেঘে ঢেকে যায়।

তুমি একটু হাসবে বলে,

আমার সকাল থেকে রাত

তোমার দিকে চেয়ে রয়।

শুধু তোমার এক চিলতে হাসিই পারে

আমার এলোমেলো এই পৃথিবীটা কে

অসিম আলোয় ভরে দিতে......

সোমবার, ১০ জুন, ২০২৪

হাজার লক্ষ কোটি বছর আগে এক চিলতে সুপ্ত তুমি “আমিই ছিলে”

bangla choto golpo, bangla golpo, bangla romantic golpo, bangla rupkothar golpo, panu golpo, thakurmar jhuli golpo, bhalobasar golpo, bangla story, bangla choti book, bangla choti novel, bangla moral story, bangla romantic love story, bangla sad love story, bangla short stories, bengali adult stories, bengali funny story, motivational bengali story, sad story Bengali, short bangla story, short story in bangla, bangla chotoder golpo, short love story bangla, horror story

 

আমিতো সেদিন থেকেই তোমার

যেদিন তোমার হয়ে জন্ম নিয়েছি,

সেদিন থেকে তোমার হবো

জন্ম জন্মান্তরে তোমায় পাবো।

এই জনমতো সের্ফ ট্রেইলার

তুমি ছিলে, জন্ম নেবার আরো আগে

কারন তোমার জন্মইতো আমাকে ভেবে

আমাকে ক্ষরণ করে।

হাজার লক্ষ কোটি বছর আগে

এক চিলতে সুপ্ত তুমি আমিই ছিলে

সেদিন থেকেই আমার হয়েছিলে... 

মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

আমরা কি সত্যিই সুখী ??

 

bangla choto golpo, bangla golpo, bangla romantic golpo, bangla rupkothar golpo, Banglagolpo, bengali choto golpo, bengali romantic golpo, chotoder golpo bangla, panu golpo, thakurmar jhuli golpo, bhalobasar golpo, bangla story, adult bangla stories, bangla choti book, bangla choti novel, bangla golpo love, bangla moral story, bangla novel, bangla romantic golpo, bangla romantic love story, bangla romantic story, bangla rupkothar golpo, bangla sad love story, bangla sad story, bangla short stories, bangla short love story, bangla stories book, bengali adult stories, bengali funny story, bengali romantic golpo, bengali story, emotional story bangla, motivational bengali story, romantic story in bangla, sad story Bengali, short bangla story, short stories bangla, short stories in bangla, short story in bangla, bangla chotoder golpo, choto der golpo, chotoder mojar golpo, bangla stories, short bangla story, short love story bangla,

সুখ বলতে আমরা কি বুঝি ? সুখী মানুষ কখন হয় ? ব্যপক ধন সম্পত্তি থাকলেই সুখী হবো আমরা ভাবি । নিজের বাড়ি গাড়ি, পকেট ভর্তি টাকা, দামি জামা কাপড় পরে পস লাইফকেই আমরা সুখী ভাবি তাইনা? কিন্তু কখনো কি ভেবেছি যে, এতো এতো কিছু থাকার পরেও যদি জীবনে অপুর্নতা থাকে তাহলে কি সুখ পাওয়া যায়? আর আমরা সবাই জানি যে ধন সম্পত্তি কখনো জীবনকে পরিপুর্নতা দিতে পারেনা, শুধুমাত্র পুর্ন হতে সহযোগিতা করে ভাল ভাবে।

bangla choto golpo, bangla golpo, bangla romantic golpo, bangla rupkothar golpo, Banglagolpo, bengali choto golpo, bengali romantic golpo, chotoder golpo bangla, panu golpo, thakurmar jhuli golpo, bhalobasar golpo, bangla story, adult bangla stories, bangla choti book, bangla choti novel, bangla golpo love, bangla moral story, bangla novel, bangla romantic golpo, bangla romantic love story, bangla romantic story, bangla rupkothar golpo, bangla sad love story, bangla sad story, bangla short stories, bangla short love story, bangla stories book, bengali adult stories, bengali funny story, bengali romantic golpo, bengali story, emotional story bangla, motivational bengali story, romantic story in bangla, sad story Bengali, short bangla story, short stories bangla, short stories in bangla, short story in bangla, bangla chotoder golpo, choto der golpo, chotoder mojar golpo, bangla stories, short bangla story, short love story bangla,
পৃথিবীতে এই পর্যন্ত যতো কবি লেখক সুখী মানুষ নিয়ে গল্প উপন্যাস লিখেছেন তাদের মধ্যে ১% ও মনে হয়না খুব ধনীদের বুজিয়েছেন। কারণ আমরা টাকা দিয়ে সব কিনতে পারলেও সুখ কিনতে পারবোনা, এই কথাটাই আমাদের বুজিয়ে গিয়েছেন সবাই। আসলেই তো, ভাবুন একবার। আপনি ৫ তারকা হোটেলে খেয়ে নেচে মাস্তি করে কোটি টাকা দামের গাড়ি করে কতক্ষন ঘুরবেন। শেষতো আপনাকে করতেই হবে।

তাহলে সুখ কীসে? কিভাবে সুখ আসে?

bangla choto golpo, bangla golpo, bangla romantic golpo, bangla rupkothar golpo, Banglagolpo, bengali choto golpo, bengali romantic golpo, chotoder golpo bangla, panu golpo, thakurmar jhuli golpo, bhalobasar golpo, bangla story, adult bangla stories, bangla choti book, bangla choti novel, bangla golpo love, bangla moral story, bangla novel, bangla romantic golpo, bangla romantic love story, bangla romantic story, bangla rupkothar golpo, bangla sad love story, bangla sad story, bangla short stories, bangla short love story, bangla stories book, bengali adult stories, bengali funny story, bengali romantic golpo, bengali story, emotional story bangla, motivational bengali story, romantic story in bangla, sad story Bengali, short bangla story, short stories bangla, short stories in bangla, short story in bangla, bangla chotoder golpo, choto der golpo, chotoder mojar golpo, bangla stories, short bangla story, short love story bangla,


সম্পদ দিয়েই সুখ আসে, একমাত্র সম্পদ থাকলেই সুখী হয়া যায়। তবে এই সম্পদ হলো রবীন্দ্রনাথের , “সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ” ওয়ালা সম্পদ। সব কিছুর বাইরে শুধুমাত্র এই সম্পদই পারে জীবনকে পরিপুর্ন করতে। জীবনকে সুখ দিয়ে ভরিয়ে দিতে। কথাতেই তো আছে “সংসার সুখের হয় রমনীর গুনে” তবে হইতে হবে সত্যিকারের রমণী।

আর লম্বা করিলাম না, পাঠক দের বিরক্ত ধরিয়া যাইবে। কারণ আমি যাহা পাইলাম তাহার বর্ননা করিলে বলতে হবে “যদি সব সাগরের জল কালি হতো যদি পৃথিবির সব গাছ লিখনি হতো, আর সারাটি জীবন যদি লিখে যেতাম তবু তোমার আমার প্রেমের কথা লেখা শেষ হবে না”

সব শেষে এটুকুই বলবো “'আমি পাইলাম,'আমি ইহাকে পাইলাম।' কাহাকে পাইলাম। যে দুর্লভ, যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে”

মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

তুমিময় ভোঁর

 প্রতিদিনের মতই খুভ ভোরে এক মগ কফি নিয়ে ছাদে আসলাম। চারপাশে তাকাতেই একটু অবাক হলাম। আজকের সকালটা অন্যদিনের মতো লাগছেনা। একটু আলাদা, একটু নয় অনেকটাই আলাদা। শীতল ঝিরিঝিরি একটা শান্তির বাতাস শরীর ছুঁয়ে যাচ্ছে। মনে হচ্ছে কারো নিঃশ্বাস গায়ে পড়লে যেমন তেমন কিন্তু নিঃশ্বাস এর মতো গরম না। একটা মোহমোহ মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে চারপাশে। কিছুটা প্রিয় মানুষের শরীরের গন্ধের মতো। অন্যদিনের মতো আজকেও সুর্যটা উঁকি দিচ্ছে মাত্র, কিন্তু দেখে মনে হচ্ছে গোলাপের কচি পাপড়ির মতো রঙ, কারো গাল ছুঁয়ে দিচ্ছে এমন।

bangla golpo, bangla kabita,
আরেকটা ব্যাপারে অবাক হলাম, পাখিগুলা আজ কিচিরমিচির করছেনা। সবাই একি সুরে তালে তাল মিলিয়ে গান গাইছে। কিন্তু এমন কখনোই হয়নাই। পুরো প্রকৃতিটাই আজকে নতুন লাগছে। আমি অনুভব করছি সব কেমন জানি মিলে যাচ্ছে। সবাই মিলে সেজে আমার দিকে আসছে। আমাকে জড়িয়ে ধরতে চাইছে। আমি কফির শেষ চুমুক কখন দিয়েছি আমি জানিনা। দাঁড়িয়ে আছি কতক্ষন সেটারও খেয়াল নেই। আমি কিসের মোহে পড়ে গেলাম। কি যেন বলতে চাইছে সবাই মিলে। আসলে ঠিক বলতে না, মনে হচ্ছে কিছু জানান দিতে চাইছে। কি সেটা!

আমি যাযাবর টাইপ, ঘুরাফেরা আড্ডা দিয়েই দিন কেটে যাচ্ছিলো। অস্থির ছিলাম অনেক। কিন্তু একটা সময় অনুভব করালাম এভাবে আর ভালো লাগেনা। আমি স্থির হইতে চাই, আমি কারো আদুরে ভরা শাসনে থাকতে চাই, কেউ আমার জন্যে অপেক্ষা করবে, একটা শান্তির জায়গা থাকবে। সারাদিন শেষে ক্লান্ত হয়ে সেই শান্তির জায়গাটায় গিয়ে চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস নিবো। আমি অপুরন্ত ভালোবাসা চাই, ভালোবাসতে চাই।

আমার কল্পনায় যে রমণীর বসবাস !!



 

আমি পেয়েছি, তারে আমি পেয়েছি খুঁজে

আমার কল্পনায় যে রমণীর বসবাস,

আবাগের সবটুকু অশ্রু আর বাস্তবতার অধিকারিণী

যারে ভাবতে ভাবতে হারিয়ে যেতাম ঘুমের রাজ্যে

সপ্নের আকাশ যে সাজিয়েছে হাজারো রঙধনুতে

যার মায়া জালে ধরা দিবো বলে,

ভাসিয়ে দিয়েছি সব অশ্রু জলে

যার আঁচলে লালিত হয়েছে আমার স্বপ্ন

আমি পেয়েছি, তারে আমি পেয়েছি খুঁজে

এখনতো তার মধ্যেই আমার বাস...

সীমাহীন সমুদ্র পাঁড়ে

খুজেছি তারে দারে দারে,

অপেক্ষায় রত পাহাড়ের মতো

ছিলাম ঠায় দাঁড়ায়ে।

কবে আসবে আর বৃষ্টি নামাবে গায়,

আসলে তুমি, ভিজিয়েছ ভারী বরষায়।

উত্তাল সমুদ্রকে নিমেষেই করেছ শান্ত,

আমি পেয়েছি, তারে আমি পেয়েছি খুঁজে

আমার স্বপ্ন আবেগ আর কল্পনা গুলো

পেয়েছে খুঁজে দিগন্ত...